Skip to content

২৯শে জুন, ২০২২ খ্রিষ্টাব্দ | বুধবার | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ

নদীকূলের মানুষ

ছবিঃ সংগৃহীত

জোয়ারভাটা ওঠে নামে
ছলাৎ-ছলাৎ ঢেউ,
ঢেউগুলো সব কোথায় থাকে
বলতে পারো কেউ?

ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা
চলে গায়ের বলে,
কেউ জানো কি? তাদের জীবন
কেমন করে চলে?

জাল ফ্যালে আর মাছ ধরে
শূন্য উদর সাথে,
দুঃখ গুলো ঢেউয়ের সাথে
অশ্রু ঝরায় রাতে।

বন্যা ভাসায় দু,কুল নদীর
ভাসায় তাদের বাড়ি,
বদনখানি শুষ্ক মলিন
ক্ষুধায় জ্বলে নাড়ি।

একটুখানি সহানুভূতি
মুছে অশ্রু আঁখি
দুখের দিনে তাদের পাশে
একটুখানি থাকি।