বিদ্যমান

ভুলে যাওয়া হলো না তোমায়,
অভিমানে ছিলে শুধু দূরে।
কাছে থেকে কাছে ছিলে,
জানো নাই সেই গোপন পরিত্যাগ,
ভুলতে চেয়েছি শুধু মনের ভুলে,
আত্মগোপনে ছিলে মনের ভিতর,
খুঁজি নাই সেই গোপন কুঠুরি।
কত প্রজন্ম হতে শুরু হয়েছে,
তোমার আমার ঠিকানা হবে,
যেতে হবে এক সাথে এক পথে ,
জানি নাই, খুঁজি নাই একবারও।
শুধু অনুভবে ছিলে মনের কোণে,
বার বার ভুলে যাই ফিরে আসি,
তোমার ঠিকানায় পৌঁছে যাই,
কত শত বার নিজেকে শোনাই,
ভুলে যাওয়া হলো না তোমায়।