বুদ্ধিজীবী হত্যা
ফন্দি করে করবে ওরা
বুদ্ধিজীবী নিধন
হেরে যাবে যুদ্ধে ওরা
বুঝতে পারে যখন।
পাক হায়েনাদের সাথে নিয়ে
রাজাকারের দলে
আধাঁররাতে বুদ্ধিজীবী
ধরে নিয়ে চলে।
শহর পাশে নির্জন স্থানে
বধ্যভূমির ধারে
আমার দেশের সূর্যসন্তান
খুঁচিয়ে ওরা মারে।