বিদ্যালয়ের স্মৃতি
অনেক বেশি মনে পড়ে
বিদ্যালয়ের স্মৃতি
গুরুজনে সবার মাঝে
ছড়িয়ে দিতেন প্রীতি।
হৈ-হুল্লোড় আর মাতামাতি
করতাম মোরা সবে
দিনগুলি আর আসবেনাতো
স্মৃতি শুধু রবে।
নালিশ নিয়ে ছুটে যেতাম
শিক্ষকদের-ই কাছে
ভুলবনা আর সেসব স্মৃতি
মনে গাঁথা আছে।
বিদ্যালয়ের দিনগুলো আজ
পড়ে ভীষণ মনে
কী আনন্দ হতো তখন
সহপাঠীর সনে।
খেলাধুলা করতাম সবে
টিফিন যখন হত
ছুটি হলে ফিরতাম বাড়ি
মুক্ত পাখির মত।
অনন্যা/এসএএস