শান্ত বিকেল
পড়ন্ত বিকেলে শান্ত মন,
আজ শুধুই নীরবতা।
সোনালী বিকেলে ছুটে চলে মন
পাহাড়" পর্বত" আর চাঁদের মিলন!
হয় তো আজ নয় তো বা কাল,
যদি একটু খানি সময় দিতে?
তোমাকে গল্প শোনাতাম
বিকেল বেলার কাব্যের নীড়ে!
ঐ দেখ আকাশটা চক চকে
সাত রঙে রঙধনু!
সূর্য টা বেঁকে গেছে পশ্চিম কোণে,
ছেড়ে দিয়েছে লাল রশ্মির ঝলকানি!
চার দিক সবুজ-শ্যামলে
আর সোনালী ধান খেত ভরা।
দেশ বিদেশ ঘুরে ফিরে আহার অনার্য খুঁজে,
বাঁশ বাগানে পাখিদের মেলা!
গাছ-পালা গুলো ঠায় দাঁড়িয়ে,
একটু পর নামবে সন্ধ্যা তাঁরা।
তোমার পাশে বসে নিজেকে আজ
ধন্য মনে হচ্ছে,
একটি গোলাপ দিতে পেরে,
জানি না এমন শুভ দিন
আর আসবে কি না?
তাই আজ শোনালাম
শান্ত বিকেলের জমে থাকা
কাব্যের কথা।