Skip to content

১১ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৭শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

অশান্ত বিলাপ

আয়েশি চায়ের কাপে নামে চৈত্রের দুপুর 
সিগারেটের ধোঁয়ায় জমে বিষাদের মেঘ
চোখের আকাশ বেয়ে নেমে আসে সন্ধ্যা
শুন্যতা-শুন্যতা,অন্ধকারে ভরে হৃদ মাঠ।

 

জেগে উঠে ঝিঁঝিঁ পোকা, অশান্ত বিলাপে
গাঢ় রাতের সমুদ্রে জীবন ভেলায় শুয়ে
হাত ঘড়ি থেকে বেড়িয়ে যাচ্ছে সময় 
বসে আছি- অপেক্ষার হাত ধরে বুকে।

 

স্বার্থের মেঘ আড়ালে জোছনা আলোরা বাঁধা 
তবুও বাতাসে ভাসে হৃদ কম্পনের ঢেউ
স্বপ্ন নয়- বেঁচে আছি,হয়ত এখনো
হাতের আয়ুপথে আশারা হেঁটে যায়
একটি ভোরের সূর্যে-
দারুচিনি দ্বীপ দেখবে বলে!

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ