Skip to content

বাংলাদেশ

বাংলাদেশ

সবুজ শ্যামল তরু ছায়ায়
দিনটা কেটে যায় বেশ,
পদ্মা, মেঘনা, সুরমা নদী
প্রিয় সেই বাংলাদেশ।

 

যেমন করে ফুলের উপর 
ভ্রমর গুলো আসে,
তেমনি করে এই দেশটাকে
সবাই ভালোবাসে।

 

এই দেশেরই নদীনালা
দেখলে ভরে যায় মন
এই দেশেরই পাখিগুলো
বাস করছে সুন্দরবন!

 

এই দেশেতে ঘুমায় আছে
লক্ষ বীরের সেনা,
শত কোটি প্রাণ দিয়ে
স্বাধীনতা কেনা।

 

এই দেশেতেই জন্ম আমার
কবিরপুরে বাড়ি,
এই দেশেরই স্বপ্নপুরে
আমি দিলাম পাড়ি।