Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলতাপরি পাখি

আলতাপরি পাখিটা রোজ
ডাকে পাতার ফাঁকে,
লাল পাহাড়ের দেশে গেলে
খুঁজে পাবে তাকে।

 

গাছে গাছে উড়ে বেড়ায়
পোকামাকড় খায়,
টুকটুকে লাল শাড়ি পরে
মিষ্টি ও গান গায়।

রাঙাবধূ সবাই ডাকে 
সিঁদুরে সহেলি,
ইচ্ছে করে পাখির সাথে
লুকোচুরি খেলি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ