আলতাপরি পাখি কাব্য কবির প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ০১:০৭ পিএম আলতাপরি পাখিটা রোজ ডাকে পাতার ফাঁকে, লাল পাহাড়ের দেশে গেলে খুঁজে পাবে তাকে। গাছে গাছে উড়ে বেড়ায় পোকামাকড় খায়, টুকটুকে লাল শাড়ি পরে মিষ্টি ও গান গায়। রাঙাবধূ সবাই ডাকে সিঁদুরে সহেলি, ইচ্ছে করে পাখির সাথে লুকোচুরি খেলি। Share