নিন্দা জানাই, বিচার চাই!
গুরু আজি মরছে দ্যাখো
শিষ্যের লাঠির ঘায়ে,
আবার দেখি জুতোর মালা
ঝুলছে জাতির গায়ে।
শিক্ষা গুরুর সম্মান আজি
ধুলায় গড়াগড়ি,
কু-সন্তান আর কু-শিক্ষায় আজ
দেশটা যাচ্ছে ভরি।
দু’চোখে আজ ঝর্ণা নামে
অবাক খবর পাছে,
নিন্দা জানাই, বিচারও চাই
শেখ হাসিনার কাছে।
উচিত বিচার দেখে ওরা
আর না উঠুক চেতে,
নইলে জাতি ধ্বংস হবে
সন্দেহ নেই তাতে।
অনন্যা/এসএএস