একটা জাতি বানাই
মানব তুমি হেরে গেছ আজ
তোমার মন্দির-মসজিদ-গির্জায়।
মানবতার রাজত্ব হারিয়ে
কেন শিক্ষাগুলো জলাঞ্জলি দিলে?
ধর্ম মানে কি তোমরা জানো?
সে তো সবচেয়ে বড়ো মানবধর্ম।
যুদ্ধ করে কিছু পেয়েছো কি স্বজন?
মরেছে তোমার আমার প্রাণ-প্রিয়জন!
আমরা শান্তি চাই,ওহে প্রিয়জন
যুদ্ধে ক্ষয়ে পড়া,সে রক্ত যে লাল
এই রক্তে বাঁচে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান।
মানুষ হতে গেলে চাই সমাধান
মানবতার ধর্মে সকলকে সেলাম।
এসো,আমরা একটা জাতি বানাই
যে জাতি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান নয়,
সে,সকলের শ্রেষ্ঠ
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শাশ্বত বাঁচুক মানবজাতিতে।
যুদ্ধ কখনো সমাধান কি দিয়েছে?
বাহু ক্ষমতায়, সে ধ্বংসের হিরোশিমা ও নাগাসাকি।
আজও সেখানে মিলেছে কি শান্তি?
সমাধানের হতে পারে,আবার প্রতিষ্ঠিত মানবজাতি!
এসো আমরা একটা জাতি বানাই
যে জাতিতে আমরা শাশ্বত ভাই-ভাই!
অনন্যা/এসএএস