Skip to content

ধর্ষণ

ধর্ষণ

কতোই না সহজ মেপে চলা গভীরতা !
লিঙ্গ ঢুকিয়ে,লোহার রড ঢুকিয়ে 
অট্টহাস্য, একদল রাক্ষসের বাচ্চা । 

 

ধর্ষিতা নারী, রক্ত গড়ায়
শরীর ফাটা আর্তনাদ, মাটি ভিজে যায়
তবুও কাপুরুষের, এতটুকু মন ভেজে না। 

 

পেটে মারে লাথি, সিগারেটের ছেঁকা
প্রথম দর্শনের সেই কামরাগ
গড়াতে গড়াতে, এখন শুধু খুঁজে চলা ফাঁক ।

 

ফোকর বুঝে, উল্টে ফেলা ডাস্টবিন
চেটেপুটে উগলানো বমি, পিত্তি চড়া ঘিন
ক্রোশানলে, বীভৎস আগুনে  প্রমাণ লোপাট । 

 

ধীরে ধীরে ফুরিয়ে আসা, অন্তিম শ্বাসবায়ু
নারী-মাংস নিয়ে জন্মানো আয়ু
হায় ! আবহমান কালের যেন খরের পুতুল 

 

লিঙ্গ নিয়ে জন্মানো পুরুষ, দণ্ডমুণ্ডের কর্তা!