Skip to content

২৬শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অক্ষমতার গ্লানি

বুভুক্ষ উদর,
ক্ষুধার যন্ত্রণায় পরাস্ত চাষি
পোড়া রোদে ঝলসিত মুখ
ছুটে আসে রাজপথ বেয়ে
গুদাম ভরা খাদ্য ও রসদের সম্ভার
ফসলের মাঠ ভরাডুবি দুর্যোগের আগ্রাসনে
খাদ্যশস্য আঁকড়ে ধরে জনতার মিছিল
সময়ের শুষ্ক অধরে চুমু খায় নষ্ট মেঘের দল
শুষে নেয় বিশ্বাসের রোদ
বিনিদ্র জোনাকিরা জ্বেলে দেয় ব্যথার পিঙ্গল,
ভূমিহীন চাষি’র অসহায় বুভুক্ষ চোখ
অক্ষমতার গ্লানি ঢেকে যায় মখমলের চাদরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ