নাউয়ের ছুটি

নৌকা থেকে জলে এলাম নেমে
পানকৌড়ি আর শাপলা ফুলের প্রেমে
এই প্রেমেতে আরও কিছু আছে
শালুক আনতে ডুবতে দেখি
টেংরা পুঁটি নাচে।
তাদের সাথে আমিও হলাম জুটি
সাঁতার কেটে নাও দিয়েছি ছুটি
কেওড়া ফুল আর হাত বুলিয়ে চুলে
নাওয়ের কথা গেলাম আমি ভুলে।
আমি তখন ভাসছি অথৈজলে
জলের উপর ঢেউয়ের সারি বৃষ্টি এলো বলে,
বৃষ্টি এলো আকাশ থেকে নেমে
আমি তখন শাপলা ফুলের প্রেমে।