Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

শখের নৌকা

ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
নূপুর যেন পায়,
কী যে দারুণ ছন্দে তালে
মধুর গান যে গায়।

ছোট্ট খুকি ইচ্ছে শখে
ভেজে বৃষ্টির জলে,
কেউবা আবার নৌকা ভাসায়
অনেক বেগে চলে।

নৌকা চলে উঠোন জুড়ে
বৃষ্টির জলে ভাসে,
এমন সুন্দর সৃষ্টি দেখে
খোকা খুকি হাসে।

বৃষ্টি পড়ে নৌকা ডোবে
আবার ওঠে জেগে,
খাতার কাগজ ছেঁড়া দেখে
মা যে ওঠেন রেগে।