Skip to content

১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার ফুল

একাত্তরের ছাব্বিশে মার্চ
জয় বাংলার গানের সুরে,
স্বাধীনতার ফুল ফুটেছে
বাংলা নামের বাগানজুড়ে।

 

ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়ে
বীর বাঙালি মুচকি হাসে,
বসুন্ধরার সকল প্রাণীই
এ ফুলকে খুব ভালোবাসে।

 

লাল-সবুজের নিশান উড়ে
ফুলকে রাখে অমর করে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
বিজয় এল ডিসেম্বরে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ