আপনজনদের হাসি
আমার কাছে অনেক দামি
আপন জনদের হাসি,
নিজের থেকে তাদের আমি
বেশি ভালোবাসি।
প্রতিক্ষণে দোয়া করি
থাকুক তারা ভালো,
তাদের কষ্ট দেখলে আমার
মনটা হয় যে কালো।
আপন বলতে তাদেরকে যে
আমি সদা জানি,
সহ্য কররে পারি না কো
তাদের চোখের পানি।
তাদের সুখেই সুখী আমি,
মনকে রাখি খুশি।
কষ্ট গুলো ভুলিয়ে যাই
প্রাণটা খুলে হাসি।
অনন্যা/এসএএস