কথা
অতল কথার সাগর থেকে তুলে আনি লতা
তোমাকে বাঁধবো বলে, হে নৈঃশব্দ
হে প্রেম, প্রেমের কবিতা
এ জীবন পোড়া ছাই, এ জীবন কঙ্কালের হাড়
যতক্ষণ প্রাণ থাকে, আলো অন্ধকার
আলোর শরীর শুষে অন্ধকারে যায়
আমার আগুন দিয়ে তোমাকে পোড়ায়
তোমার গরল জল, অমৃত-অক্ষর
জীবনটা ফুলশয্যা নয়, কাঁটারই বাসর।