ঈদ এসেছে

ঈদ এসেছে ঈদ এসেছে
চাঁদের পালকি দিয়ে,
ছেলে-বুড়ো সবার কাছে
খুশির খবর নিয়ে।
নতুন জুতো পায়ে দিয়ে
নতুন জামা গায়ে দিয়ে
হচ্ছে কত মজা,
ঈদের দিনে সবাই রাজা
নয়তো কেউই প্রজা।
সুস্বাদু সব খাবার খেয়ে
যাচ্ছে সময় নেচে-গেয়ে
ঈদ এসেছে বলে,
ঈদগা মাঠে ঈদের নামাজ
সকাল থেকেই চলে।
অনন্যা/এসএএস