Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার সনদ

সবার প্রিয় বঙ্গবন্ধুর
সাতই মার্চের ভাষণ,
বীর বাঙালির মনের মাঝে
গেড়েছে নিজ আসন।

 

এই ভাষণই একাত্তরে
যুদ্ধে যোগায় রসদ,
ভাষণ তো নয় তা যে দেশের
স্বাধীনতার সনদ।

 

এই ভাষণেই যুদ্ধ জয়ের
ছিল সঠিক মন্ত্র,
লাল-সবুজের নিশানজুড়ে
আঁকা গণতন্ত্র।

 

এই ভাষণের বজ্রধ্বনি
থাকবে চির অম্লান,
শ্রদ্ধা তোমায় বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ