Skip to content

অবিস্মরণীয় বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু ছিলেন বলেই দেশ হয়েছে স্বাধীন,
মুক্তবায়ু গায়ে মেখে নাচছি সবাই তাধিন।

বঙ্গবন্ধু জন্য পেলাম লাল-সবুজের নিশান,
একাত্তরে যুদ্ধ করে ছাত্র, শ্রমিক, কিষাণ।

 

বঙ্গবন্ধু দেন গুড়িয়ে ভিনদেশীদের গড়ন,
মুক্তিকামী মহান নেতার নাই কখনো মরণ।

বঙ্গবন্ধুই দেখিয়েছিলেন উন্নয়নের ধরণ,
যুদ্ধজয়ী দেশকে তিনি করছিলেন উত্তরণ।

 

বঙ্গবন্ধুর জন্য রাঙা হচ্ছে দেশের চরণ,
বীর বাঙালি সারাজীবন করবে তাঁকে স্মরণ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ