অভিমান
তবুও দিনকে দিন হয়তো রাগের পরিমাণ কমলেও
তীব্রতা বাড়ছে অভিমানের।
কুরে কুরে খায়, মুখ ফোটে বেরোনো নিষ্পাপ কথাগুলো,
যে অধিকার দিয়ে বেঁধে রাখি, আনমনে সে অধিকার চেয়ে ফেলি,
অথচ কি অদ্ভুত! সেটা যে পাওয়ার যোগ্য কখনো আমি নই।
স্থান, অবস্থান বিবেচ্য করার মত হয়তো হয়ে ওঠেনি আমার । এখনো নাদান পাঠক আমি।
তবুও, না বুঝেই কিংবা বুঝে কত আবদার, চাওয়া, পাওয়া, কত উচ্চাঙ্ক্ষা কেন্দ্রভুত হয় একই কক্ষপথে।
বৃষ্টির জলের মত করে বয়ে যায়, ভিজিয়ে দিয়ে যায়
আমার নির্লিপ্ত আকাঙ্ক্ষায়।
কি অদ্ভুত আমি! ভুলে যাই আমার গণ্ডি,
বলতো, "উড়াল চণ্ডী।'
কর্কশ, অর্থহীন, অথবা উচ্ছিষ্ট আরো শত উপমায় উজ্জীবিত হলেম, জ্ঞাত হলেম, বিবেচিত হলেম
শহরের উচ্চাভিলাষীর নর্দমার মত।
অথচ কি অদ্ভুত! আমি এক তুমিতে জ্ঞাত!
তবুও বেলা শেষে বেড়ে বাড়ন্ত অভিমান, নিজের প্রতি ঘৃণা, দ্বেষ,
অকর্মণ্যতে কে, কোথা, কবে, আগলেছে শেষ অব্দি, রেখেছে চিহ্ন, রেষ!