করোনার দাপট

তোর দাপটে রাস্তা-ঘাটে
চলছে না যে গাড়ি
হাসপাতালে বাড়ছে রোগী
বাড়ছে লাশের সারি।
ফুলের মতো মানুষগুলোর
প্রাণটি নিচ্ছ কেড়ে
কোথায় হতে আসলি তুই রে
যাতো এবার ছেড়ে।
তোর দাপটে মুখোশ পড়ে
চলছে সারা দেশ
পাঠশালাতে পড়লো শ্যাওলা
লেখাপড়া শেষ।
আহমাদ কাউসার প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০২:৫২ পিএম
তোর দাপটে রাস্তা-ঘাটে
চলছে না যে গাড়ি
হাসপাতালে বাড়ছে রোগী
বাড়ছে লাশের সারি।
ফুলের মতো মানুষগুলোর
প্রাণটি নিচ্ছ কেড়ে
কোথায় হতে আসলি তুই রে
যাতো এবার ছেড়ে।
তোর দাপটে মুখোশ পড়ে
চলছে সারা দেশ
পাঠশালাতে পড়লো শ্যাওলা
লেখাপড়া শেষ।