পরিবেশ
চারদিকে চেয়ে দেখি পরিবেশ নষ্ট
ঘরে-বাইরে চলাচল আজ খুব কষ্ট।
পরিবেশ দূষণে শ্বাস আজ বন্ধ
চারদিকে ময়লা পচনের গন্ধ।
নদীতে মাছ পচে জাহাজের তেলে
বন আজ ধ্বংস এভাবেই চলে।
কালো ধোঁয়ায় পরিবেশ হয়ে যায় ধ্বংস
হুমকির পথে আজ মানুষের বংশ।
খাদ্যের ভেজালে যায় কমে আয়ু
রাস্তায় বের হলে দূষিত বায়ু।
আমাদের পরিবেশ যদি হয় ভালো
এই চোখে দেখা যাবে শান্তির আলো।
শব্দের দূষণে ঝালাপালা কান
পরিবেশ দূষণে খারাপ আজ মন।
উন্নত পরিবেশ চাই আজ গড়া
তাহলে পাওয়া যাবে আলোকিত ধরা।