স্বাধীনতার সূর্য
ন' মাস ধরে জ্বালাও পোড়াও
মারলো মানুষ কত
আজও বুকে রয়ে গেছে
দগদগে সেই ক্ষত।
বীর বাঙালি দামাল ছেলে
অস্ত্র নিলো হাতে
দেশ স্বাধীনের যুদ্ধে গেল
ছাব্বিশে মার্চ রাতে।
কেড়ে নিতে চেয়েছিল
বাঙালি জাতির সত্তা
তাইতো তারা নির্বিচারে
করলো গণহত্যা।
পাকরা যখন বুঝে গেল
ছাড়তে হবে দেশ
দুষ্টু বুদ্ধি নিয়ে করলো
মেধাবীদের শেষ ।
স্বাধীনতার সূর্য ওঠার
দু'দিন ছিল বাকি
শত শত বুদ্ধিজীবী
হত্যা করল পাকি।
পাকরা মারলো সূর্যসন্তান
করতে মেধাশূণ্য
হেরে যাবার আগে তারা
কাজটা করল জঘন্য ।