Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঘাস ফড়িংয়ের দেশে

খুকুমণি সোনার খনি
ইচ্ছেডানা গায়ে,
তিড়িং বিড়িং নাচে ফড়িং
নূপুর পরে পায়ে।

তাই না দেখে শরীর মেখে
ঘাস ফড়িংয়ের দেশে,
দুষ্টুমিতে তার সংগীতে
যাবে কেবল হেসে!

সারাটা দিন মুখটা রঙিন
উড়বে পাখা মেলে,
বাতাস ছিড়ি মরুগিরি
যাবে পিছন ফেলে।

খুকির বায়না নিয়ে আয় না
দেখতে মুখের হাসি,
ছন্নছাড়া পাগলপারা
স্বপ্ন রাশিরাশি।