নাচে ফাগুন
ঐ যে পলাশ কৃষ্ণচূড়া
লাল আঁচলে সাজে
বইচি বনের শাঁখে শাঁখে
কোকিলের সুর বাজে।
আমের বনে ঘ্রাণ ছড়াল
হলুদ রঙের মুকুল
বুনোফুলে ঢেকে গেল
সরু নদীর দু'কূল।
গায়ের পথে নাচে ফাগুন
হয় যখনি দুপুর
বাতাস বাজায় গাছের ডালে
সবুজ পাতার নূপুর।
আহমাদ কাউসার প্রকাশ:
ঐ যে পলাশ কৃষ্ণচূড়া
লাল আঁচলে সাজে
বইচি বনের শাঁখে শাঁখে
কোকিলের সুর বাজে।
আমের বনে ঘ্রাণ ছড়াল
হলুদ রঙের মুকুল
বুনোফুলে ঢেকে গেল
সরু নদীর দু'কূল।
গায়ের পথে নাচে ফাগুন
হয় যখনি দুপুর
বাতাস বাজায় গাছের ডালে
সবুজ পাতার নূপুর।