Skip to content

পদ্মা-মেঘনা-যমুনা

পদ্মা-মেঘনা-যমুনা

গোলা ফাটানো মাটি ভেদ করে সূর্য উঠেছিল একদিন
বন্দুকের নলের সামনে বুক ফুটো করে সূর্য উঠেছিল একদিন
এতো সহজেই নিভে যাবে তেজ, তা হয় না হয় না হয় না
ত্যাগ তিতিক্ষা দিয়ে তৈরি এদেশ, লক্ষ লক্ষ মানুষের কান্না। 

 

ধর্মের শেকল পরতে চায়নি যারা
মানুষে মানুষে বিভেদ, টানতে চায়নি যারা
তাদের চোখ খুলে নিয়ে অন্ধ, রাত্রি পৃথিবী
দাঙ্গাবাজের লোলুপ, হিংস্র, রক্তপান করা সেই ছবি
দেশের মাটি আর দেখতে চায় না। 

 

মরা ক্ষুধা নিয়ে সূর্য উঠেছিল একদিন
আহত পাখির বুক ঠুকে নিয়ে সূর্য উঠেছিল একদিন
ফুলের হাসির রক্ষাকবচ তাইতো আজি, লক্ষ লক্ষ টিয়া আর ময়না।