বাতিঘর
কী করে তোমাকে ভুলি আজন্ম সত্যের বাতিঘর
সন্ধ্যার প্রদীপ জ্বেলে আঁধারে সাঁতার কাটা বীর
কত পথিককে তুমি পথ চেনাও উত্তাল সমুদ্রে
প্রগাঢ় সঘন রাতে সঠিক পথের দিশা তুমি।
তোমার দৃষ্টি বাহিরে চেয়ে দেখ পথ ভুলে গেছি
কত উত্তাল সমুদ্র সুনামি ঢেউ আমাকে টানে
কত পথ,দিকহীন-আঁধার বিছানো নির্জনতা
আশাহীন জলে ভেসে হাতের আয়ুপথে তাকাই।
বোধের জোনাক পোকা উড়ে যায় তোমার শহর
একমুঠো আলো নিতে অথচ তুমি তাড়িয়ে দিলে!
তুমি কি চাওনা আর পথ খুঁজে খুঁজে আসি ফিরে
তবে আমাকে হারিয়ে কাকে আলো দেবে আর, বলো?
অনন্যা/এসএএস