Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নারী

খরস্রোতা নদীর মতো দু'কুল ভেঙেছ নারী!
সদ্য ভাসানো সোনার তরীটি ডুবে গেছে তোমার প্রবল পরাক্রমী ঘূর্ণিপাকে।
পলাশ ফোটা সবুজ ফাগুনেও রূপ নিয়েছো 
কালবৈশাখী, সাইক্লোন কিংবা ততোধিক শক্তিশালী ঝড়ে।

 

ভেঙে চুরমার করেছ বিস্তীর্ণ জনপদ,
স্বপ্নের আবাস ভূমিটাকে পরিণত করেছ বিরানভূমিতে,
উপহার দিয়েছ গগনবিদারী আর্তনাদ আর হাহাকার!
অথচ, পরম মমতায় বহুকালের কঠোর সাধনায় নিমগ্ন থেকে-
একদিন সবকিছু তোমারই জন্য নিপুণভাবে সাজিয়েছিলাম রঙ তুলির আঁচড়ে।
 
নারী তুমি বুঝোনি চোখের ভাষা? নাকি বুঝতে চাওনি কখনো? 
হৃদ স্পন্দনে ধ্বনিত হওয়া প্রেমের পদাবলী শুনতে পাওনি?
নাকি নিদারুণ হেয়লীতে চরিতার্থ করেছ খেয়ালী মনের বাসনা?
পিশাচিনীর মতো চুষে নিয়েছ আমার সমস্ত অস্তিত্বটাকে!

 

নারী তুমি মানবিক হও, মনের ভাষা বুঝে নাও
প্রশান্তির ডানা মেলে সকল যন্ত্রণার মুক্তি দাও।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ