বাংলা

বাংলাদেশ!
চরণে লুটাই মাগো
আমার প্রাণের দেশ।
তুমি আমার, তুমি সবার
নেইকো হিংসা – দ্বেষ।
চেতনা বাংলা, মননে বাংলা
বুকের গহীনে
বসতি বাংলা।
মায়ের মুখে শিখেছি তাকে
মাতৃভাষা তাইতো বাংলা।
বাংলা
তুমি মাটি!
আবার তুমিই মুখের ভাষা
বাংলার জমি চষে কৃষক
বাংলাতে গায় চাষা।
“জয় বাংলা” দৃপ্ত স্লোগানে
রক্ত উথলি ওঠে!
যত দূরে যাই, বাংলাতে গাই
বাংলাই কলমে ফোটে।