ব্ল্যাকহোল
ইন্দ্রিয় দ্বারা বুদ্ধির প্রকাশ উদ্ভাসিত হয়,
কিন্তু মনের প্রকাশ?
যাহা বিজ্ঞানের দ্বারা আজও অনাবিষ্কৃত,
আবার স্বীকার্য বটে।
তার স্থান, কাল, পাত্র নিয়ে
রয়েছে বিস্তর ধোঁয়াশা ।
এই অনন্ত ব্রহ্মাণ্ড যার অন্তস্তলে
অনায়াসে বিচরণ করে ।
যার আকর্ষণ ও বিকর্ষণের সংজ্ঞা এখনও প্রশ্নাতীত
তবে কি স্বয়ং ব্রহ্ম এই কাঠামো রূপ
দেহে অবস্থিত,
নাকি পুরোটাই ব্ল্যাকহোল?
অনন্যা/জেএজে