Skip to content

ব্ল্যাকহোল

ব্ল্যাকহোল
ব্ল্যাকহোল

ইন্দ্রিয় দ্বারা বুদ্ধির প্রকাশ উদ্ভাসিত হয়,
কিন্তু মনের প্রকাশ?
যাহা বিজ্ঞানের দ্বারা আজও অনাবিষ্কৃত,
আবার স্বীকার্য বটে।

তার স্থান, কাল, পাত্র নিয়ে
রয়েছে বিস্তর ধোঁয়াশা ।
এই অনন্ত ব্রহ্মাণ্ড যার অন্তস্তলে
অনায়াসে বিচরণ করে ।
যার আকর্ষণ ও বিকর্ষণের সংজ্ঞা এখনও প্রশ্নাতীত

তবে কি স্বয়ং ব্রহ্ম এই কাঠামো রূপ
দেহে অবস্থিত,
নাকি পুরোটাই ব্ল্যাকহোল?

অনন্যা/জেএজে