ক্ষণকাল

যুগে যুগে জগতে
নতুন নতুন যুগ সৃষ্টি হবে
সঘন বরষা-সন্ধ্যায় ঢলেপড়া হিমেল বাতাস,
শান-বাঁধা-ঘাট,অশত্থতল,ভোরের শান্ত আকাশ,
আকাশে বাঁকা চাঁদ এমনি রবে।
জগৎ-সংসারে হবে কত আনাগোনা
যেমন ছিলাম আমি—আরও কত অজানা
ঠিক তেমনি চলবে জীবনের তরী বাওয়া।
প্রকৃতির শান্তছবি দিগন্ত পারে
ফেলেছে তার ছায়া —হৃদয়ের ঘাটে ঘাটে
মিছে মায়া শুধু মিছে পথ-চাওয়া।
হে ক্ষণকালের পথিক —শ্যামলী বনছায়া
নন্দন লোকাচার, চির-কাল কি রবে?
অনন্ত-অসীমের মাঝে—সব, সবকিছু
একদিন অন্তিমে অন্তহীন হবে!