একাত্তরের একতারা
একাত্তরের একতারা কাঁদো তুমি কাঁদো
একাত্তরের একতারা আজও বড়
বেদনার সুরে বাজো
মুক্তির গান ধরেছিলে তুমি
ধানক্ষেতের আলে, খালে আর বিলে
নগরে প্রান্তরে
তোমাকে ধরে নিয়ে গিয়ে ওরা
বন্দুকের সামনে দাঁড় করিয়ে
দিয়েছে ঝাঁঝরা করে
সেই বাউলের রক্ত মাখা
সেই বাউলের আত্মলেখা,একতারা
আবার তুলে নিয়ে এসে কেউ
সুর ধরে নিল, বইয়ে দিল
উড়িয়ে পতাকা
স্বাধীনতার স্বপ্নের ঢেউ
ওরা আসলে জানতো না
একটি একতারাকে খুন করে
সুর কে গুম করা যায় না
ওরা আসলে জানতো না
একটি একতারাকে গুঁড়িয়ে দিয়ে
সুরকে পুড়িয়ে দেওয়া যায় না
দুচোখে স্বপ্ন নিয়ে, সেদিন বুক বেঁধেছিল যাঁরা
কারো হাতে অস্ত্র, কেউ নিরস্ত্র
সকলেই আসলে ছিল এই বাংলার একতারা