Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার বাংলাদেশ

রূপ নগরের রূপের রানি
আমার বাংলাদেশ,
সবুজ শ্যামল সাজ যে তাহার
পরিপাটি বেশ।

গাছগাছালি-তরুলতা
সবুজ ঘেরা বন,
বাংলা রানীর রূপটি দেখে
ভরে যায় এই মন।

দোয়েল টিয়া ময়না কোকিল
নানান পাখির ঝাঁক,
প্রাণ জুড়ে যায় শুনে তাদের
মিষ্টি কন্ঠের ডাক।

শাপলা পদ্ম পলাশ বকুল
হরেক রকম ফুল,
বাংলা রানির রূপের সাথে
হয় না কোন তুল।

পাহাড় পর্বত নদী সাগর
ঝর্ণা ধারা জল,
আম কাঁঠালে পুষ্টি ভরা
আছে অনেক ফল।

শস্যভাণ্ডার মোদের বাংলা
ফলে সোনার ধান,
শাক-সবজি সব রত্নক্ষণী
মহান রবেন দান।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ