ব্যথার নিনাদ

মেঘের কাছে আর্তি আমার
বৃষ্টি হয়ে ঝরো,
দহনকালের ক্ষত মুছে
হৃদয় পূর্ণ করো।
ধুলোয় ঢাকা সবুজ পাতা
রোদে পোড়া দাগ
মায়ার জলে বাঁচাও ধরা
বাঁচাও গাছের শাঁখ।
আকাশ ভেঙে বৃষ্টি নামুক
মেঘেরা যাক ডেকে
আমার বুকের ব্যথার নিনাদ
বৃষ্টিতে যাক ঢেকে।
অনন্যা/এসএএস