বন্যা
কালো মেঘে ঢেকে আছে
ঝরবে অঝোর ধারায়,
সকাল সাঁঝে রাত দুপুরে
মানুষ দিশে হারায়।
বিল-ঝিল ভরে গেলো জলে
ভরছে পুকুর নদী,
জল থইথই রাস্তা ঘাট ও
এমন ঝরে যদি।
বান এসেছে জলের ধারায়
ভাঙতে মাটির বাড়ি,
ভাসিয়ে পুকুর জলের তোড়ে
ভেসে গেলো হাঁড়ি
মেলা লোকের কাল যেখানে
সড়কের ওই কোলে,
নৌকা মাঝির সেখানে আজ
হাওয়ার সুরে দোলে।
মানুষগুলো বন্দি জলে
পেলো ব্যথা মনে,
পানিজনিত রোগ হলো
রোগী কত জনে।