অপেক্ষা

যেদিন তোমার আর কারো জন্য অপেক্ষা থাকবে না,
সেদিনই কেবল ঐ মানুষটার জন্য
তোমার ভালোবাসা,মায়া,অনুভূতি নিঃশেষ হয়ে যাবে।
যতদিন তার জন্য তোমার অপেক্ষা বেঁচে থাকবে,
ততদিন ভালোবাসা বেঁচে থাকবে নিঃশ্বাসে প্রশ্বাসে।
তোমার প্রতিটি রক্তবিন্দু জানবে,
তুমি তার জন্য প্রতি মূহুর্তে অপেক্ষা করে গেছো।
তোমার চোখের কার্নিশে জমে থাকা জল জানবে,
তুমি তার জন্য অসংখ্য নির্ঘুম রাত কাটিয়ে গেছ।
তোমার বুকের ভিতর সারাক্ষণ চলতে থাকা
হৃদপিণ্ডটা আওয়াজ করে বলতে থাকবে তার কথা।
যতদিন তোমার চোখে তার জন্য অপেক্ষারা ছায়া ফেলবে,
ততদিন তার ফেরার পথ চেয়ে তুমি বসে থাকবে অবলীলায়।
জীবনের সবকিছুতে ক্লান্ত লাগলেও ওই মানুষটির জন্য,
তোমার এই দীর্ঘ অপেক্ষায় এতটুকুও ক্লান্তি আসবে না মনে।
তুমি নির্দ্বিধায় অপেক্ষা করবে কোনো কারণ ছাড়া,
তুমি নিয়ম ভেঙে অপেক্ষা করবে কোনো সম্পর্কের নাম ছাড়া।
তোমার অপেক্ষার সমাপ্তি আসবে একমাত্র সে ফিরে এলে,
নয়তো তোমার অপেক্ষাকে নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে।
অনন্যা/এসএএস