Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নিষ্ক্রিয় ফলাফল

অমরত্বের কথা ভেবে পালানোর কথা ভাবি
ভেবে চলি অনাবিল আনন্দের প্রদীপ্ত ছবি খানি ছুটে যেতে হবে, আবার যেতে হবে না;
হই আনন্দিত বা হই যতই অভিমানী।

 

সমুদ্র মন্থনে ভোরেদের ঢেউয়ে ভাসা পাখির ঠোঁটের খড়কুটো হবো
অশ্বত্থ গাছের পাতাখানি ঝরে যাবে আজ
মিটে যায় যদি আজ আমাদের সকল কাজ,
হাওয়ারা আর কথা শুনবেনা
আর কথা বলবেনা রোদ আর মরীচিকা,
মসৃণ তৈলাক্ত রোদের শরীরে বনলতার মুখখানি ভেসে আসে;
ভেসে আসে তার গালের কালো তিল ।

 

সনাক্ত শৈশব প্রদীপ হয়ে জ্বলে
আত্মহারার মাঝে বিষাদের সুর ভ্রমণ;
তোমার যে সেই আমি
নই আজ একটুও দামি,
শুষ্ক আবহের মাঝে আমি যেন একটা মরা গাছ
তোমার প্রত্যাশার কাছে এই সরল সন্ধিক্ষণ এক নিষ্ক্রিয় ফলাফল।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ