শীত এসেছে
শীত এসেছে বাংলা জুড়ে
শহর এবং গাঁয়ে
সকাল বেলার শিশির কণা
দোয়েল পাখির পায়ে।
শীতের সময় নানান পাখি
করছে ডাকাডাকি
খোকন সোনা তাই দেখিয়া
খাতায় নিলো আঁকি।
খেজুর রসে চিতই পিঠা
সঙ্গে ভাপা পুলি
শীতের দিনে যাত্রা-কীর্তন
কেমন করে ভুলি।
শীতের আরো নানান দৃশ্য
মন যে শীতল করে
স্বদেশ বুকে হাজার বছর
বাঁচতে ইচ্ছে করে।