কাকের ঠোঁটে জীবনের সুখ
কাকের ঠোঁটে খোঁজে জীবনের সুখ
নির্দয় কর্কশ সুরে বাঁধে বুকে অসুখ।
ভুল মন্ত্রে চালিত জীবন ধর্মের গান
অনিষ্টের দখলে আজ সকলের মান।
সত্যতা লেপ্টে আছে মাকালের গায়
খুঁজে দেখ গভীরে কত দুর্গন্ধ ছড়ায়।
অন্ধকারে ডুবে ডুবে জল খায় সমাজ
মোহ এর বিষ তাপে উবে গেছে লাজ।
যেটুকু সময় আছে কর জঞ্জাল সাফ
তবে যদি পেয়ে যাও সব ভুলের মাফ।
অনন্না/টিটি