বেহায়া বিড়াল
শৈশবে হাতেহাত সোহাগী উড়াল
যৌবনথেকে আজো আসক্ত পানে
ধীরে ধীরে হয়ে ওঠে বেহায়া বিড়াল।
জীবনের চাষাবাদে অসার কাঁদন
সর্বত্র মৃত্যুদুত সতর্ক পাহারা
ফটকে আটক তবু ভুলেনি স্বপন।
চারিদিক চক্যাল মহলে আসর
নিমেষেই ভাঙবে সখের বাসর
জানে হৃদয় প্রকাশ:
শৈশবে হাতেহাত সোহাগী উড়াল
যৌবনথেকে আজো আসক্ত পানে
ধীরে ধীরে হয়ে ওঠে বেহায়া বিড়াল।
জীবনের চাষাবাদে অসার কাঁদন
সর্বত্র মৃত্যুদুত সতর্ক পাহারা
ফটকে আটক তবু ভুলেনি স্বপন।
চারিদিক চক্যাল মহলে আসর
নিমেষেই ভাঙবে সখের বাসর