Skip to content

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেহায়া বিড়াল

শৈশবে হাতেহাত সোহাগী উড়াল
যৌবনথেকে আজো আসক্ত পানে
ধীরে ধীরে হয়ে ওঠে বেহায়া বিড়াল।

জীবনের চাষাবাদে অসার কাঁদন
সর্বত্র মৃত্যুদুত সতর্ক পাহারা
ফটকে আটক তবু ভুলেনি স্বপন।

চারিদিক চক্যাল মহলে আসর
নিমেষেই ভাঙবে সখের বাসর

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ