যৌতুক
বিদেশ করে আসছে ছেলে
করবে এবার বিয়ে,
বাবা মায়ে খুঁজে শুধুই
বড়লোকের মিয়ে।
মেয়ে তো নয় খুঁজে তারা
সম্পত্তিরই পাহাড়,
একসময় যারা পায়নি খেতে
সঠিক সময়ে আহার।
মেয়ে এবার যেমনি হউক
বাইককে বিয়ে করে ,
এই লোভীদের সমাজ বুঝি
যুগে যুগে স্মরে।
যৌতুক প্রথা এমনভাবে
মিশেছে সমাজ কোণে,
প্রতিটি ছেলের কর্তাই এখন
এই স্বপনটা বোনে।