Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হলুদ পাতার দেশে

হলুদ পাতার দেশে তোমায় নিয়ে ঘর বাঁধি,
হৃদয়ে প্রেমের উষ্ণ গরল ঢেলে বেঁধে রাখি।

 

হলুদ পাতায় তোমার জন্য বসে গাঁথি নূপুর,
পদযুগে অধর মাখি সে সকাল থেকে দুপুর।

 

আমি তোমায় আমার মত করে ভালোবাসি,
সকাল সাঁঝে তাই তো তোমার কাছে আসি।

মায়াবী খোঁপায় গুঁজে রাখি চন্দ্রমল্লিকা ফুল,
মিষ্টি ঘ্রাণে ছুঁয়ে যাবো তোমার সিল্কি ঘন চুল।

হলুদ পাতার দেশে তুমি আমার হলুদিয়া রাণী,
আমায় কতটা ভালোবাসো জানি আমি জানি।

 

তোমাকে ভালোবেসে রেখে যাবো কিছু স্মৃতি,
কভু আমাদের ভালোবাসায় টেনো নাকো ইতি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ