একুশের স্মৃতি
মায়ের ভাষা, বাংলা ভাষা
বোনের ভাষা, বাংলা ভাষা
একুশ মানেই বাংলা ভাষা
শত শহীদের রক্তে ভেজা!
মোদের এই বাংলা ভাষা।
একুশ আমার স্মৃতির পাতা
গৌরব তাহে বাংলা মাতা,
হেসে হেসে গাহিবো গান
একুশের স্মৃতির সম্মান।
একুশ তো বার বার আসে না
বছর ঘুরে ফেব্রুয়ারিতে আসে,
বায়ান্নর দিন গুলোর কথা
ঠিক তখন মনে পড়ে।
বাংলা আমার মায়ের ভাষা
কেড়ে নিবি কেনো তোরা?
ঘাতক তোরা, শাসক তোরা!
উর্দু ভাষা চাইনা মোরা'।
বাংলা আমার মায়ের ভাষা
অ' আ' জয় ধ্বনি গাইবো মোরা।