আমনে ভরা হেমন্ত
কাঁচাপাকা আমন ধানে ছেঁয়ে সারা মাঠ
হেমন্তের শেষ প্রহরে চুকবে আমন পাঠ।
মন ভরে সোনা রঙের আমন ধান দেখে
পাকা ধানে স্বপ্ন পূরণ কৃষকের দু’চোখে।
সকাল বেলা শিশিরবিন্দু ধানের শিষে পড়ে
শিশির কণার মুক্তো বিন্দু কৃষাণের মন ভরে।
সোনা ফসলে শোভা বাড়ায় সোনা রোদ এসে
পুব আকাশে সূয্যি মামা কিরণ ছড়ায় হেসে।