হেমন্তের গেরস্থালি
বাতাসে ধানফুল ঝরে গেলে পেটে লাগে টান
গেরস্থালিতে স্বপ্ন ভাঙে শুকায় রসের পান!
সোনার নাকফুল খসে পড়ে কৃষাণীর নাক থেকে
শূন্য ফসলের মাঠ; আমাদের সুখপথ যায় বেঁকে।
দিন শেষে কৃষাণের হাতে সোনার বীজ ফলে
পলিমাটি- বীজতলা ভিজে রাতভর জলে।
ফের ঐ শীষে ধানফুল আসে বাতাসে দোল খায়
হেমন্তের সোনার আলোয় যদি ধান পূর্ণতা পায়,
ধানে ধানে গোলা ভরে সুখ যে জাগে প্রাণে
উঠোন জুড়ে জোছনা নামে উড়াল ফাগুন গানে।