প্রথমবারের মতো সৌদি নারীরা সুযোগ পাবেন সামরিক বাহিনীতে!
ধর্মপ্রাণ এবং রক্ষণশীল সমাজে নারীর অবস্থানের ক্ষীণতার পরিচয় আমরা চিরকাল পেয়েছি, দেখেছি। তবে নারী পিছিয়ে নেই। নিজেকে বারবার এরা যোগ্য প্রমাণ করেছেই। এবার সৌদি আরবের মত দেশেও নারী পাচ্ছে প্রথমবারের মতো সৈনিক হিসেবে নিয়োগের সুযোগ। জানা গেছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ এক নির্দেশনায় রিয়াদের কিং ফাহাদ সিকিউরিটি কলেজে সৈনিক হিসেবে সৌদি নারীদের ভর্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এখানে বিশেষায়িত শিক্ষা, নিরাপত্তা প্রশিক্ষণ ও নিরাপত্তা বিষয়ক গবেষণা হয়। পড়াশুনা শেষে শিক্ষার্থীরা জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, মাদক নিয়ন্ত্রণ, তদন্ত ও গোয়েন্দা বিভাগ, ইমিগ্রেশন ও কারাগারসহ নানা দায়িত্বে যোগদানের সুযোগ পায়।
তাই আশা করা যাচ্ছে সৌদি আরবের ইতিহাসে এবারে নারীরাও নিজেদের পরিচয় গড়বে সামরিক বাহিনীর খাতায়।