Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাশবনে


কনক কুমার প্রামানিক

কাশের বনে জমলো মেলা
শরৎকালে এসে,
শুভ্র সজীব কাশফুল
প্রাতেঃ দেয় হেসে।

নদীর দু’কুল সাদাময়
শরৎ এলে পরে,
খুশির বান উপচে পড়ে
প্রত্যেক ঘরে ঘরে।

শুভ্র আকাশ সাদা মেঘ
আকাশে জুড়ে ভাসে,
ঋতুর রানী শরৎকালে
বাতাসে কাশ হাসে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ