Skip to content

১১ই মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের পদ্য

জ্ঞানী-গুণী সৎ লোক আলোর মতন
দেশ জাতি সমাজের অমূল্য রতন।
রতনে যতন ছাড়া আসে নাকো ধন
জীবন সাজাতে হলে থাকা চাই পণ।

পণের মননে যদি থাকে গো স্বপন
কাঁটাগাছে ফুল ফোটে সুখ আজীবন।
জীবনটা খেলা নয় বড়ো করো মন
মনের আলোতে নাশো আঁধারের বন।

বনটা নগর গড়ো আলো করো জন
জন-ভীড়ে হারালেই খ্যাতি প্রতিক্ষণ।
ক্ষণে ক্ষণে বই পড়া জীবন গঠন
চরিত্র পবিত্র করে খোদার স্মরণ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ