বাবা তুমি
বাবা তুমি কালজয়ী সুমহান বীর,
রাতের আঁধার শেষে আলো ধরণীর।
ক্রান্তির কালে তুমি জ্বলজ্বল দীপ
রূপকথায় চাঁদমামার একে দেওয়া টিপ।
বাবা তুমি বহমান খরস্রোতা নদী,
কষ্টের আড়ালেও হাসি নিরবধি।
বাবা তুমি ঠিক যেন সূর্যের আলো,
মন্দের কালি মুছে এনে দেয়া ভালো।
বাবা তুমি জীবনের দামি খোশগল্প,
জীবন চলার পথে ন্যায়-সংকল্প।
বাবা তুমি জীবনের বাগে ফোটা ফুল,
আমার এ জীবনের গল্পটার মূল।